Skip to content
Money In Mind
  • Home
  • Tips
    • Money Saving
    • Investing
    • Family Budget
    • Bank Account
  • Credit Card
  • Insurance
  • Investing
  • Loan
  • Mortgage
  • Utility
মুনাফা

কোন ব্যাংকে মুনাফা বেশি পাবেন

August 11, 2024 by Bob

কোন ব্যাংকে মুনাফা বেশি পাবেন বা কোন ব্যাংক থেকে বেশি মুনাফা লাভ করা যায় অর্থ সঞ্চয়ে প্রতিটি ব্যাংক গ্রাহকের এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা প্রয়োজন। 

মানুষ তার ভবিষ্যতের কথা চিন্তা করে অর্থ সঞ্চয় করে থাকে। অর্থ সঞ্চয়ের জন্য নিরাপদ জায়গা ব্যাংক। তবে ব্যাংক অর্থ সঞ্চয়ের উপর ভিত্তি করে গ্রাহকদের মুনাফা প্রদান করে থাকে। তবে অর্থ সঞ্চয়ের প্রক্রিয়া বিভিন্ন ধরনের হয়ে থাকে। এ কারণে এক এক ধরনের অর্থ সঞ্চয়ে এক এক ধরনের মুনাফা ব্যাংক থেকে গ্রাহক লাভ করে। বর্তমানে স্থায়ী সঞ্চয় আমানতে কোন কোন ব্যাংক ১০ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদান করছে। আবার সঞ্চয় পত্রে ব্যাংক ৮ থেকে ১০ শতাংশ মুনাফা প্রদান করছে। তবে এবার চলুন কোন ব্যাংকে মুনাফা বেশি পাবেন এ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। 

Table of Contents

  • কোন ব্যাংকে মুনাফা বেশি পাবেন ২০২৪
  • সরকারি ব্যাংকে অর্থ সঞ্চয়ের মুনাফা
  • বেসরকারি ব্যাংকে অর্থ সঞ্চয়ে মুনাফার হার
  • বিশেষায়িত ব্যাংকে অর্থ সঞ্চয়ের সুবিধা 
  • যে সকল ব্যাংকে অর্থ সঞ্চয় করা উচিত নয় 
  • কোন ব্যাংকে এফডিআর লাভ বেশি বাংলাদেশ
  • শেষ কথা

কোন ব্যাংকে মুনাফা বেশি পাবেন ২০২৪

বর্তমানে কোন ব্যাংকে মুনাফা বেশি পাবেন এটি নির্ভর করে ব্যাংকের প্রকার ও ব্যাংকে থাকা বিভিন্ন সঞ্চয় স্কিম এর উপর। বর্তমানে বাংলাদেশের সরকারি ব্যাংক গুলি গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ২.৫% মুনাফা প্রদান করে থাকে। অন্যদিকে ব্যাংকে কোন কোন ব্যাংক ৩ শতাংশ পর্যন্ত সাধারণ সেভিংস একাউন্টে মুনাফা প্রদান করে থাকে। বর্তমানে বাংলাদেশে ৬২টির বেশি ব্যাংক রয়েছে এবং ও অতালিকাভুক্ত ৫টি ব্যাংক রয়েছে। 

সরকারি ব্যাংকে অর্থ সঞ্চয়ের মুনাফা

অর্থ সঞ্চয়ের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলা হয় বাংলাদেশের সরকারি ব্যাংকে। কারণ এ সকল ব্যাংক বাংলাদেশে সরকারি পরিচালনায় পরিচালিত হয় ও অর্থ সঞ্চয় নিয়ে তেমন একটা ভাবতে হয় না। বর্তমানে বাংলাদেশের সরকারি ব্যাংক গুলি সাধারণ সেভিংস একাউন্টে ২.৫% মুনাফা প্রদান করে থাকে ও আমানত সঞ্চয় স্কিমে ৯ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদান করে থাকে। এ সকল সঞ্চয় বিভিন্ন মেয়াদের হয়ে থাকে যার উপর নির্ভর করে সরকারি ব্যাংকসমূহ মুনাফা প্রদান করে থাকে। বাংলাদেশের সরকারি ব্যাংক সমূহের নাম হলো:

  • জনতা ব্যাংক পিএলসি
  • সোনালী ব্যাংক পিএলসি
  • রূপালী ব্যাংক পিএলসি
  • অগ্রণী ব্যাংক পিএলসি
  • বেসিক ব্যাংক পিএলসি
  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি

বেসরকারি ব্যাংকে অর্থ সঞ্চয়ে মুনাফার হার

বাংলাদেশে অর্থ সঞ্চয়ের জন্য সর্বাধিক মুনাফা প্রদান করে থাকে বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলি। এই বেসরকারি ব্যাংকগুলি গ্রাহকদের আকৃষ্ট করার জন্য অর্থ সঞ্চয়ের উপর বেশি মুনাফা প্রদান করে। বাংলাদেশের বেসরকারি ব্যাংকসমূহের সাধারণ সেভিংস একাউন্টের মুনাফার হার ২.৫% থেকে ৩.০০ শতাংশ পর্যন্ত। তবে ব্যাংক ভেদে মুনাফার হার কমবেশি হয়ে থাকে। যেমন বাংলাদেশ ইসলামী ব্যাংক পি এল সি সাধারণ সেভিংস একাউন্টের গ্রাহকদের ৩ শতাংশ মুনাফা প্রদান করে থাকে। এক নজরে বাংলাদেশের বেসরকারি ব্যাংক সমূহের নাম দেখে জেনে নেওয়া যাক:

  • গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি
  • ইউনিয়ন ব্যাংক পিএলসি
  • স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি
  • শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি
  • ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক পিএলসি
  • এক্সিম ব্যাংক (বাংলাদেশ)
  • আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি
  • সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি
  • ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
  • আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড
  • বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি
  • সিটিজেনস ব্যাংক পিএলসি
  • সীমান্ত ব্যাংক পিএলসি
  • কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি
  • এসবিএসি ব্যাংক পিএলসি
  • মেঘনা ব্যাংক পিএলসি
  • মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
  • মধুমতি ব্যাংক লিমিটেড
  • পদ্মা ব্যাংক পিএলসি
  • এনআরবি ব্যাংক লিমিটেড
  • এনআরবিসি ব্যাংক পিএলসি
  • যমুনা ব্যাংক পিএলসি
  • মার্কেন্টাইল ব্যাংক পিএলসি
  • ব্র্যাক ব্যাংক পিএলসি
  • প্রিমিয়ার ব্যাংক পিএলসি
  • ব্যাংক এশিয়া লিমিটেড
  • ট্রাস্ট ব্যাংক লিমিটেড
  • ওয়ান ব্যাংক পিএলসি
  • সাউথইস্ট ব্যাংক পিএলসি
  • বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড
  • প্রাইম ব্যাংক পিএলসি
  • মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
  • ঢাকা ব্যাংক পিএলসি
  • ডাচ-বাংলা ব্যাংক পিএলসি
  • ইস্টার্ন ব্যাংক পিএলসি
  • এনসিসি ব্যাংক পিএলসি
  • ন্যাশনাল ব্যাংক লিমিটেড
  • সিটি ব্যাংক পিএলসি
  • ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি
  • আইএফআইসি ব্যাংক পিএলসি
  • এবি ব্যাংক পিএলসি
  • উত্তরা ব্যাংক পিএলসি
  • পূবালী ব্যাংক পিএলসি

বিশেষায়িত ব্যাংকে অর্থ সঞ্চয়ের সুবিধা

বাংলাদেশের ৪টি বিশেষায়িত ব্যাংক রয়েছে এ সকল ব্যাংকে গ্রাহকরা অন্য সকল ব্যাংক থেকে বেশি পরিমাণ আর সুবিধা লাভ করে থাকে। এসকল ব্যাংকের নাম হচ্ছে:

  • বাংলাদেশ কৃষি ব্যাংক
  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
  • প্রবাসী কল্যাণ ব্যাংক
  • কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি

যে সকল ব্যাংকে অর্থ সঞ্চয় করা উচিত নয়

কোন ব্যাংকে মুনাফা বেশি পাবেন এই সম্পর্কে তো জানতে পেরেছেন এবার আপনার জেনে রাখা প্রয়োজন বাংলাদেশের কোন কোন ব্যাংকে অর্থ সঞ্চয় করা উচিত নয়। বিশেষ করে যে সকল ব্যাংক পূর্বে গ্রাহকের অর্থ সঠিক সময়ে ফেরত দিতে ব্যর্থ হয়েছেন ও সকল ব্যাংক দীর্ঘ সময় ধরে তারল্য সংকটে রয়েছে সেই সকল ব্যাংকে অর্থ সঞ্চয় করা উচিত নয়। 

কোন ব্যাংকে এফডিআর লাভ বেশি বাংলাদেশ

বাংলাদেশের সরকারি ব্যাংকগুলির থেকে বাংলাদেশের বেসরকারি ব্যাংক গুলি এফডিআর এ বেশি পরিমাণ মুনাফা প্রদান করে থাকে। বাংলাদেশের সরকারি ব্যাংক যেখানে সর্বোচ্চ ৮.৫ শতাংশ কিংবা ৯ শতাংশ মুনাফা প্রদান করে থাকে,সেখানে অন্যদিকে বেসরকারি ব্যাংক সমূহ ১০ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদান করে থাকে গ্রাহকদের। 

শেষ কথা

আশা করি আমরা আপনাকে, কোন ব্যাংকে মুনাফা বেশি পাবেন ২০২৪ সালে এ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য আপনাকে জানাতে পেরেছি তবে ব্যাংক সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Categories Bank Account Tags আল আরাফা ইসলামী ব্যাংক এফডিআর রেট, ইন্টারেস্ট, ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক এফডিআর, ইসলামী ব্যাংক এফডিআর ২০২৩, ইসলামী ব্যাংক এফডিআর রেট, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইসলামী ব্যাংক মুনাফা, ইসলামী ব্যাংকের এফডিআর রেট, ওয়ান ব্যাংক এফডিআর, ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট ইন্টারেস্ট, ডাচ বাংলা ব্যাংকের কোন লোনের ইন্টারেস্ট রেট কত, ব্যাংক এফডিয়ার ২০২৩, ব্যাংক সুদের হার ২০২৪, ব্যাংকের খবর, ব্রাক ব্যাংক থেকে লোন, সকল ব্যাংকের ইন্টারেস্ট রেট, সোনালী ব্যাংক এফডিআর
Publix Grocery Delivery Cost Know the Hacks 24
সোনালী ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট ২০২৪

Recent Posts

  • 1600 amphitheatre parkway mountain view
    1600 amphitheatre parkway mountain view
  • বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক ২০২৪
    বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক ২০২৪
  • সোনালী ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট ২০২৪
    সোনালী ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট ২০২৪
  • মুনাফা
    কোন ব্যাংকে মুনাফা বেশি পাবেন
  • Publix Grocery Delivery Cost
    Publix Grocery Delivery Cost Know the Hacks 24
  • Cookie
  • Terms
  • Privacy
  • About
  • Contact
© 2025 Money In Mind • Built with GeneratePress
x