Skip to content
Money In Mind
  • Home
  • Tips
    • Money Saving
    • Investing
    • Family Budget
    • Bank Account
  • Credit Card
  • Insurance
  • Investing
  • Loan
  • Mortgage
  • Utility
বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক ২০২৪

বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক ২০২৪

September 15, 2024 by Bob

বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক ২০২৪ সালে কোন ব্যাংকের নাম রয়েছে এই নিয়ে হয়তো চিন্তিত। বর্তমান সময়ে বাংলাদেশের অনেক ব্যাংকের অবস্থা তেমন ভালো না। তবে বাংলাদেশে এখনও বেশ কিছু ব্যাংক রয়েছে, যে সকল ব্যাংক শুরু থেকেই আজ পর্যন্ত তাদের মান ও মর্যাদা বজায় রেখেছে। আজকের এই আর্টিকেল এ আমরা আপনাকে ২০২৪ সালের বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক জানাবো। তাহলে আলোচনাটি শুরু করা যাক। 

বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক ২০২৪ সালে কোন কোন ব্যাংকের নাম রয়েছে সেটি জানার আগে আপনাকে আগে জানাতে হল নিরাপদ ব্যাংক কি এ সম্পর্কে। তাহলে এ সম্পর্কে জেনে নেওয়া যাক 

নিরাপদ ব্যাংক কি ও এর শর্তাবলী কি?

নিরাপদ ব্যাংক বলতে সাধারণত এমন ধরনের ব্যাংককে বোঝায়, যেখানে যে কোন মানুষের জমা করা অর্থ সর্বোচ্চ নিরাপত্তায় রয়েছে। এমন একটি ব্যাংক যেখানে আপনি আপনার অর্থ নিয়ে চিন্তামুক্ত থাকতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী সকল অর্থ উত্তোলন করা যায়।

তবে নিরাপদ ব্যাংকের বেশ কিছু শর্তাবলী রয়েছে। এসকল শর্তাবলীর মধ্যে রয়েছে:

  • বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সকল নিয়ম-কানুন মেনে চলে: বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকের কার্যকলাপের ওপর নজর রাখে এবং নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন নির্ধারণ করে। এই নিয়মগুলি মেনে চলা একটি ব্যাংকের নিরাপত্তার প্রধান নিশ্চয়তা। 
  • সাইবার নিরাপত্তা ব্যবস্থা দৃঢ়: আজকের ডিজিটাল যুগে সাইবার হামলা একটি বড় হুমকি। নিরাপদ ব্যাংকের শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা থাকবে, যদি এসকল সুবিধা থেকে থাকে তাহলে ব্যাংকটি নিরাপদ ব্যাংক এর তালিকায় পড়ে।
  • আর্থিকভাবে স্বচ্ছ ও স্থিতিশীল: একটি ব্যাংকের আর্থিক অবস্থা ঠিক থাকলে তা গ্রাহকদের জন্য নিরাপদ। যেমন: কোন ব্যাংকের লাভ ও একাউন্ট কারীকে দেওয়া মুনাফার পরিমান যদি ঠিক থাকে তাহলে সে ব্যাংককে নিরাপদ বলা হয়। অনেক ব্যাংকে ঋণ খেলাপীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। 
  • গ্রাহক সেবা ভালো: একটি ভালো ব্যাংক গ্রাহকদের সমস্যা সমাধানে সহায়তা করে এবং তাদের প্রশ্নের উত্তর প্রদান করে।
  • জালিয়াতি রোধে কঠোর ব্যবস্থা: একটি নিরাপদ ব্যাংক জালিয়াতি রোধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে।
  • যে সকল ব্যাংকে ঋণ খেলাপির পরিমাণ খুব কম বা বলতে গেলে ঋণ খেলাপি নেই সে সকল ব্যাংককে নিরাপদ ব্যাংক বলা হয়। 

বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক ২০২৪

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক কোনটি এটি বিশেষজ্ঞেরা মূলত তিনটি জোন ভাগে বিভক্ত করেছেন। এই তিনটি জোন হচ্ছে: রেড জোন- বিপদগ্রস্ত ব্যাংক,ইয়লো জোন- হালকা বিপদগ্রস্ত ব্যাংক,গ্রীন জোন- নিরাপদ ব্যাংক।

প্রথমে আমাদের জেনে নিতে হবে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে অনিরাপদ বা রেড জোনে থাকা ব্যাংকের সংখ্যা ৯টি, তবে এই নয়টি ব্যাংকের মধ্যে ৮ টি ব্যাংক বাংলাদেশের দেশী ব্যাংক ও একটি ব্যাংক বিদেশি ব্যাংক। এ সকল ব্যাংকের নাম হচ্ছে  বাংলাদেশ কমার্স ব্যাংক,জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান।

রেড জোনের পর বাংলাদেশে মোট ২৯টি ব্যাংক বর্তমানে ইয়োলো জোনে রয়েছে। তবে এই ২৯টি ব্যাংক এর মধ্যে ৩টি বাণিজ্যিক ব্যাংক রেড জোনের কাছাকাছি অবস্থান করছো এসকল ব্যাংকের মধ্যে রয়েছে: সোনালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

এই ইয়োলো জোনের ব্যাংক গুলির মধ্যে রয়েছে ৩টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ১৯টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং ৮টি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলো হল: এক্সিম ব্যাংক, এনআরবিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, মধুমতি ব্যাংক, ঢাকা ব্যাংক, উত্তরা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক,সোনালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক,মেঘনা ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ওয়ান ব্যাংক, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক,স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও পূবালী ব্যাংক।

এবার তবে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক অর্থাৎ গ্রিন জোনে রয়েছে সেসলক ব্যাংকের নাম জেনে নেওয়া যাক। 

বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক তালিকায় বর্তমানে ১৬টি ব্যাংকের নাম রয়েছে। এর মধ্যে ৮টি হচ্ছে বিদেশি ব্যাংক, অর্থাৎ গ্রিন জোনে রয়েছে মাত্র ৮টি দেশি ব্যাংক। এ সকল ব্যাংকের নাম হলো: উরি ব্যাংক, এইচএসবিসি, কমার্সিয়াল ব্যাংক অব সিলন, সিটি ব্যাংক এনএ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া,প্রাইম ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্যাংক আলফালাহ, ব্যাংক এশিয়া, সীমান্ত ব্যাংক, যমুনা ব্যাংক,ইস্টার্ন ব্যাংক, হাবিব ব্যাংক, এনসিসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক।

শেষ কথা

আশা করি আমরা আজকের এই আর্টিকেলে, বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক সম্পর্কে আপনাকে জানতে পেরেছি। তবে আপনি যদি অর্থ জমা রাখতে চান তাহলে আপনার পছন্দ অনুযায়ী রেড জোন ছাড়া অন্য সকল ব্যাংকে অর্থ জমা রাখতে পারেন। তবে এই ধরনের সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায় সেহেতু আপনি যেকোন ব্যাংকে অর্থ জমা রাখতে পারেন। 

Categories Bank Account Tags নিরাপদ ব্যাংক
সোনালী ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট ২০২৪
1600 amphitheatre parkway mountain view

Recent Posts

  • 1600 amphitheatre parkway mountain view
    1600 amphitheatre parkway mountain view
  • বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক ২০২৪
    বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক ২০২৪
  • সোনালী ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট ২০২৪
    সোনালী ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট ২০২৪
  • মুনাফা
    কোন ব্যাংকে মুনাফা বেশি পাবেন
  • Publix Grocery Delivery Cost
    Publix Grocery Delivery Cost Know the Hacks 24
  • Cookie
  • Terms
  • Privacy
  • About
  • Contact
© 2025 Money In Mind • Built with GeneratePress
x